মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন 544 0
মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কামাল হোসেন
মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও তাকে অপসারণ করার চক্রান্তের প্রতিবাদে মুক্তিযোদ্ধারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন, মফিজুল হক খোকা,প্রবীন আওয়ামীলীগ নেতা এসএম আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল হোসেন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা জনগণের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দকে অনৈতিকভাবে বরখাস্ত করার অপচেষ্টায় একটি চক্র ষড়যন্ত্র করছে উল্লেখ করে তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন পর্যায়ে প্রেরিত বানোয়াট অভিযোগ প্রত্যাহার করার দাবী জানান। অনতিবিলম্বে এই অভিযোগ প্রত্যাহার করা না হলে সারা উপজেলার মুক্তিযোদ্ধা ও জনগণ মিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তব্যে বলা হয়। এসব ব্যাপারে তারা প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাধারণ জনগণ অংশ নেন। উল্লেখ্য, সম্প্রতি কয়েকজন ইউপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে অভিযোগ দায়ের করেন।